• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা সিএনজিচালিত অটোরিক্সা মালিক সমিতির আর্থিক অনুদান প্রদান

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৮, ০০:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা সিএনজিচালিত অটোরিক্সা মালিক সমিতির অসহায়, পঙ্গু শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে। গত ৩০ অক্টোবর সন্ধ্যায় সমিতির শাহ্রাস্তি গেইট দোয়াভাঙ্গার কার্যালয়ে আর্থিক অনুদানের চেক শ্রমিকদের হাতে তুলে দেয়া হয়। মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া গ্রামের আবদুল হামিদ ফকিরের ছেলে সড়ক দুর্ঘটনার আহত হোসেন ফকির, রোগে আক্রান্ত শাহরাস্তি উপজেলার লাকামতা গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে সাদেক হোসেন ও শ্রমিক ফারুক হোসেনের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
    শ্রমিকের হাতে চেক তুলে দেন চাঁদপুর জেলা সিএনজিচালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম সুমন, পৌর শ্রমিক লীগের সভাপতি ও মালিক সমিতির সদস্য মোঃ সহিদুল ইসলাম মজুমদার, খিলাবাজার স্ট্যান্ড কমিটির সভাপতি মোঃ বোরহান উদ্দিনসহ সমিতির নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত