সদর উপজেলার ডজনখানেক জনসভায় ডাঃ দীপু মনি এমপি
সুযোগ দিয়েছেন বলেই আপনাদের সেবা করতে পারছি, পুনরায় সুযোগ চাই
অগণিত মানুষ হাত উঁচিয়ে দীপু মনির প্রতি পূর্ণ সমর্থন
‘বেলা ১২টা থেকে রাত প্রায় ৮টা। বিরামহীন পথচলা। একের পর এক উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন। একই সাথে প্রায় ডজনখানেক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান। বিরামহীন এই কর্মযজ্ঞেও যেনো কোনো ক্লান্তি নেই। মানুষের ভালোবাসায় সব ক্লান্তি ভুলে শুধু একের পর এক অনুষ্ঠানে উপস্থিতি আর হাজারো মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় এবং প্রয়োজনীয় কথা সেরে নেয়া।’ গতকাল মঙ্গলবার দিনটি এভাবেই কাটলো ডাঃ দীপু মনি এমপির। শুরুটি ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা উদ্বোধন দিয়ে। আর শেষ হয়েছে ‘মেঘনা এন্ড ফরিদগঞ্জ ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক’ উদ্বোধনের মধ্য দিয়ে। তখন রাত প্রায় ৯টা। এরপরও বিরাম নেই। বাসায় অপেক্ষমান অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ জনগণের সাথে সাক্ষাৎ এবং মতবিনিময়।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি গতকাল মঙ্গলবার চাঁদপুরে তাঁর নির্বাচনী এলাকায় কর্মব্যস্ত সময় ব্যয় করেন। বেলা ১২টা থেকে রাত পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার সাতটি ইউনিয়নে প্রায় অর্ধশত উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইউনিয়ন সাতটি হচ্ছে বিষ্ণুপুর, তরপুরচ-ী, আশিকাটি, কল্যাণপুর, শাহমাহমুদপুর, রামপুর ও মৈশাদী। এ ইউনিয়নগুলোতে বেশ ক’টি শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবন উদ্বোধন, কয়েকটির ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, কাঁচা সড়ককে পাকা সড়কে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বেশ কিছু ব্রিজ-কালভার্ট উদ্বোধন ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডাঃ দীপু মনি এমপি। আর এসব উদ্বোধন উপলক্ষে প্রায় ডজনখানেক জনসভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন। প্রতিটি জনসভায় অসংখ্য সাধারণ নারী-পুরুষের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ওইসব জনসভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এসব জনসভায় মানুষের মুখে শুধু দীপু মনির জয়গান এবং দীপু মনিকে আবার এমপি হিসেবে দেখতে চাই এ শ্লোগান ছিলো।
ডাঃ দীপু মনি ওইসব জনসভায় সাধারণ মানুষের আবেগ-উচ্ছ্বাস ও ভালোবাসা দেখে আবেগাপ্লুত হন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি আমার নির্বাচনী এলাকার জনগণকে নিয়ে গর্ববোধ করি। তাঁরা বেশ সচেতন এবং ভালোমন্দ তারতম্য করতে পারেন। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলেই আপনাদের সেবা করতে পারছি। আপনারাই বলছেন এই দশ বছরে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় যে উন্নয়ন হয়েছে, তা স্বাধীনতার পরবর্তী কোনো সময়ে হয়নি। আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ভালোবাসা দেখে গর্বে আমার বুক ভরে গেলো। দীর্ঘ এই দশটি বছর আপনাদের হয়ে কাজ করতে গিয়ে যদি কোনো ভুলত্রুটি করে থাকি তাহলে আপনাদের মেয়ে, আপনাদের বোন হিসেবে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আপনাদের সেবা করার সুযোগ চাই। আমি কি আপনাদের কাছে আসছে নির্বাচনে নৌকা মার্কায় একটি করে ভোট প্রত্যাশা করতে পারি? দীপু মনির এ আহ্বানের সাথে সাথে অসংখ্য নারী-পুরুষ হাত উঁচিয়ে তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং দীপু মনি ও নৌকার স্লোগান দেন। এ দৃশ্য প্রায় সব জনসভায়ই দেখা গেছে।
ডাঃ দীপু মনি এমপির সাথে গতকাল তাঁর সফরসঙ্গী ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জাল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, বর্তমান সভাপতি আতাউর রহমান পারভেজ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু, তাজুল ইসলাম মিয়াজীসহ প্রমুখ নেতৃবৃন্দ।