• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা

জনসাধারণকে বর্তমান সরকারের উন্নয়ন সম্পর্কে অবহিত করতে হবে : উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০১৮, ০৮:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে পুনরায় সেখানে এসে শেষ হয়।
    উপজেলা পরিষদের বটতলায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, ওসি কবির হোসেন , উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সজিব চন্দ্র দাস প্রমুখ।
    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন, ডাঃ জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম, পল্লী বিদ্যুতের এজিএম খালেদুজ্জামান,উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন,  একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পরিসংখ্যান অফিসার ছায়েদুল আলম, ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লা সরকার, দেওয়ান আবুল খায়ের ও মনজুর মোর্শেদ স্বপনসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
    উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, মেলা ও সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমে উপজেলা পর্যায়ে জনসাধারণকে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- সম্পর্কে অবহিত করতে হবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রচার-প্রচারণার মাধ্যমে এ সকল কর্মকা- প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। ধর্মীয় সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের দৃঢ়প্রত্যয় সম্পর্কে স্থানীয় জনসাধারণকে অবহিত করার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা বিকশিত করতে হবে। 

সর্বাধিক পঠিত