• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব দক্ষিণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০১৮, ০৮:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ হালিম (১৬) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছে। গতকাল ৩০ অক্টোবর মঙ্গলবার দুপুর একটায় উপজেলা সদরের ঘোষপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হালিমের বাড়ি উপজেলার মুনসবদী গ্রামে। তার পিতার নাম মোঃ বাসু মিয়া। হালিম বিভিন্ন এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতো।
    পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুর একটায় উপজেলার ঘোষপট্টি আবাসিক এলাকায় এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে কাজ করছিল হালিম। হঠাৎ ওই ভবনের একটি কক্ষে টানানো বিদ্যুতের তারে হাত জড়িয়ে গেলে তার শরীর বিদ্যুৎস্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে সে ওই কক্ষের মেঝেতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। সেখান থেকে তাকে উদ্ধার করে তার সহকর্মী ও আশপাশের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়না তদন্তের জন্যে ওই ব্যক্তির লাশ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত