• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান

বাংলাদেশ আজকে সফল অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে : ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ৩০ অক্টোবর ২০১৮, ২০:৩৩
স্টাফ রিপোর্টার ॥
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় বিদ্যালয় মাঠে চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ২৯নং উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ আজকে সফল অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় উন্নয়ন হচ্ছে, এগুলো সবই মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। আপনাদের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষার উন্নয়নে সরকার ভবন করে দিচ্ছে।  এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। শিক্ষার পাশাপাশি যাতায়াত ব্যবস্থারও উন্নয়ন হচ্ছে। তাই দেশকে এগিয়ে নিতে আপনারা আবারও নৌকা মার্কায় ভোট দিবেন। নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যাএনজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন তালুকদার, বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদার, শাহতলী কামিল মাদরাসার ১ম মুহাদ্দেস মাওলানা ইয়াছিন মিয়া, ২য় মুহাদ্দেস মাওলানা আখতার হোসাইন, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, আরবী প্রভাষক মাওলানা মহিউদ্দিন, জিলানী চিশতী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মোঃ হানিফ মিয়া, মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, মোঃ মানিক মিয়া, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব এমএ কুদ্দুস রোকন, ইউপি সদস্য নাজির আহমেদ, ইউপি মহিলা মেম্বার ফিরোজা বেগম, ইউপি মেম্বার মোঃ সফিক ক্বারী, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালযের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, স্থানীয় মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সোহরাব হোসেন, মোঃ ইদ্রিস আলী, মাওলানা রফিকুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, স্থানীয় যুবলীগ নেতা মোঃ রুবেল কারী, মোঃ আবুল কাশেম কারী,  সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সহকারী শিক্ষক মাওলানা মিজানুর রহমান, অভিভাবক সদস্য মোঃ আব্দুল জলিল, মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি সহকারী শিক্ষিকা আয়শা আক্তার, সহকারী শিক্ষিকা মোহসিনা আক্তার, সহকারী শিক্ষক মোঃ ইয়ছিন খান।
অনুষ্ঠানের শুরুতেই উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং মুনাজাত করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দীপু মনি। এ সময় পাশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য  ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ। উল্লেখ্য বর্তমান সরকারের আমলে চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দীপু মনির সহযোগিতায় চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের জন্য ২ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্ধ করা হয়েছে । ইতিমধ্যে উক্ত উন্নয়ন প্রকল্পের টেন্ডার কার্যক্রমও সম্পন্ন হয়েছে ।                

 

সর্বাধিক পঠিত