• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে পূর্ব শত্রুতার জেরে অর্ধশত পেঁপে গাছ কর্তন

প্রকাশ:  ৩০ অক্টোবর ২০১৮, ১২:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 পূর্ব শত্রুতার জের হিসেবে ফল ধরা প্রায় অর্ধশত পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পৈশাচিক এ ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে ফরিদগঞ্জের আদশা গ্রামে। এ ঘটনার বিরুদ্ধে এলাকাবাসী ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলছে, ফল ধরা পেঁপে গাছগুলোর অপরাধ কি?
    এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, আদশা গ্রামের লোকমান পাটওয়ারীর ছেলে ফারুক তার বাড়ির পাশর্^বর্তী স্থানে ধারদেনা করে নিজস্ব জায়গায় প্রায় শতাধিক পেঁপে গাছ রোপণ করে বাগান তৈরি করে। ওই বাগানের অসংখ্য ছোট-বড় পেঁপে ধরা গাছগুলো দুর্বৃত্তরা কেটে ফেলেছে রাতের আঁধারে।
    লোকমান পাটওয়ারী ও তার ছেলে ফারুক জানান, একই বাড়ির আবদুর রশিদের (পুলিশের অবসর প্রাপ্ত সদস্য) সাথে তার জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধ মীমাংসার জন্য গত শনিবার খাজুরিয়া বাজারে দুই পক্ষের সালিসি বৈঠক থাকলেও অজ্ঞাত কারণে আবদুর রশিদ বৈঠকে উপস্থিত হননি। এরপর ওইদিন রাতেই ফারুকের পেঁপে গাছগুলো কেটে ফেলা হয়।
    এলাকার জনপ্রতিনিধিসহ শত শত লোক ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই পৈশাচিক ঘটনা নিয়ে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
    এ বিষয়ে আবদুর রশিদসহ কয়েকজনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। তবে এ ব্যাপারে আবদুর রশিদ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, জায়গা-জমি নিয়ে আমার সাথে লোকমান পাটওয়ারীর চলমান দ্বন্দ্ব আরো বাড়াতে হয়তো একটি পক্ষ পেঁপে গাছগুলো কেটে ফেলেছে।

 

 

 

সর্বাধিক পঠিত