• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর অযাচক আশ্রমের সহায়তায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

প্রকাশ:  ৩০ অক্টোবর ২০১৮, ১২:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর অযাচক আশ্রমের সহায়তায় হুইল চেয়ার পেলেন হাছান আলী (২০) নামের এক প্রতিবন্ধী। গতকাল ২৯ অক্টোবর সোমবার দুপুরে তার পরিবারের হাতে এ হুইল চেয়ারটি তুলে দেন আশ্রমের অধ্যক্ষ সুখরঞ্জন ব্রহ্মচারী।
    ‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকার জনপ্রিয় এ গানটির মর্মকথা এখনো যে হারিয়ে যায়নি তার প্রমাণ মিললো চাঁদপুর অযাচক আশ্রমের এই উদ্যোগে।
    চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকার পাইলট হাউজের বাসিন্দা, হতদরিদ্র জমির সরকার ও সোহরা খাতুনের দ্বিতীয় সন্তান হাছান আলী জন্মের কয়েক মাস পর টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। সেই জ্বরের প্রকোপে সে আর পরিপূর্ণ সুস্থ জীবনে ফিরে আসতে পারেনি। পঙ্গুত্ব বরণ করে অন্যের কাঁধে চড়ে চলতে হয় তাকে। হতদরিদ্র পিতা-মাতা তাকে জোগাড় করে দিতে পারেনি একটি হুইলচেয়ার। এ সংবাদটি অযাচক আশ্রমের অধ্যক্ষ সুখরঞ্জন ব্রহ্মচারীর নিকট পৌঁছলে তিনি উদ্যোগী হন তাকে একটি হুইলচেয়ার প্রদান করার। সে অনুযায়ী গতকাল তিনি তার পরিবারের নিকট চেয়ারটি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টিজের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, সদস্য মানিক দাস মঙ্গল, চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী, আশ্রমের ভক্ত বিপুল ভৌমিক, স্বপন সরকার, দ্বীপক নাগ চৌধুরী, প্রিয়লাল ত্রিপুরা, মোঃ লোকমান আহম্মদ প্রমুখ।
    উল্লেখ্য, আশ্রমের অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারী আশ্রম প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন উৎসবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের মাঝে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
    বর্তমানে শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে ধ্যানমন্দির নির্মাণ কাজ শুরু হয়েছে, এজন্যে আশ্রমের অধ্যক্ষ সুখরঞ্জন ব্রহ্মচারী সকলের আশীর্বাদ কামনা করেছেন।

 

সর্বাধিক পঠিত