• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে অবৈধভাবে রেলওয়ের জায়গা বিক্রি।। কর্তৃপক্ষ নীরব

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০১৮, ২৩:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের রেলওয়ে কাঁচা কলোনীতে অবৈধভাবে রেলওয়ের জায়গা বিক্রি করেছেন একটি পরিবার। আর এ জমি বিক্রি নিয়ে ওই এলাকায় চলছে উত্তেজনা। যদিও সরকারি নিয়মে রেলওয়ের জমি কোন প্রকারে বেচা বিক্রির নিয়ম নেই। কিন্তু রেলওয়ে কাঁচা কলোনীর মধুর পরিবার  সরকারি সে নিয়মকে তোয়াক্কা না করে রেলওয়ে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে রেলওয়ের সে জমি মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন।

 
জানাযায় ওই এলাকায় রেলওয়ের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন মৃত কৃষ্ণ মিস্ত্রি সরকারের ছেলে মধু সরকার। গত ২০ অক্টোবর  রোববার মধু সরকার এবং তার স্ত্রী বেবী সরকার সকলের অজান্তে রেলওয়ের প্রায় ২ শতাংশ জমি ৯৫ হাজার টাকার বিনিময়ে একই এলাকার রেলওয়ে চাকরিরত জুয়েল পাটওয়ারীর কাছে বিক্রি করে দেন। 
স্থানীয় এলাকার কয়েকজন জানায় ওই এলাকার আনসার কালাম ও শাহিন মাঝি এ বিক্রির সাথে জড়িত রয়েছেন। তাদের যোগশাসেজেই রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কোন প্রকা  যোগাযোগ ছাড়াই অবৈধ ভাবে রেলয়ের ওই জমি বিক্রি করেন মধু সরকার। আর এই জমি বিক্রির বিষয়টি এরাকায় জানাজানি হলে ওই জমির পাশ্ববর্তী বাসিন্দাদের বিভিন্ন হুমকি প্রদান করেন এবং এ প্রতিবেদককেও অশ্লীল ভাষায় অনেক গাল মন্দ করেন ঘটনার সাথে জড়িত জুয়েল পাটওয়ারী, আনসার কালাম ও শাহিন মাঝি। 
 
জমি বিক্রির বিষয়টি অস্বীকার করে  মধু সরকার বলেন, আমিতো সেই জায়গা বিক্রি করিনি। আমি সেখানে আমার ঘরটি ঠিক করার জন্য তাদেরকে বলেছি। তার এমন কথায় জানতে চাওয়া হয় আপনার ঘর বুঝি অন্য কেউ ঠিক করে দিবে তা কিরে হয়। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, একজনের ঘর কি আরেক জন ঠিক করে দিতে পারেনা।
 
এ বিষয়ে জুয়েল পাটওয়ারীর সাথে কথা হলে তিনি বলেন, তারা আমার কাছে কোন জায়গা বিক্রি করেনি। ওই জায়গাটা আমার প্রবাসী ভাগিনার কাছে হস্তান্তর করে মধু সরকার। 
 
এ ব্যাপারে রেলওয়ে থানার (জিআরপি) ওসি সরোয়ার আলম জানান, জমি বিক্রির বিষয়ে আমরাতো কিছুই জানিনা। এখন জানলেও আমরা ব্যবস্থা নিতে পারবোনা না। কারন জমি তো আমাদের নয়। এটা রেলওয়ের সম্পদ। তারা যদি কোন ব্যবস্থা নেন আমরা সে ব্যবস্থা গ্রহন করবো। 

সর্বাধিক পঠিত