ডাঃ দীপু মনি এমপি ৩ দিনের সফরে কাল চাঁদপুর আসছেন
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি ৩ দিনের সফরে আজ ৩০ অক্টোবর মঙ্গলবার চাঁদপুর আসছেন। কাল সকাল ৭টা ২০ মিনিটে নদীপথে তিনি চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এ সফরে ডাঃ দীপু মনি এমপি সরকারি একাধিক উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন, নির্বাচনী জনসভায় প্রধান অতিথি উপস্থিত এবং চাঁদপুরের প্রথম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের উদ্বোধনসহ তাঁর নির্বাচনী এলাকার সাধারণ জণগন ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন।
ডাঃ দীপু মনি এমপি আজ সকাল ১১টায় চাঁদপুর পৌঁছে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশানের আয়োজনে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শ্লোগানে র্যালি, জেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন, বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী, কল্যাণপুর, আশিকাটি, বিষ্ণুপুর, শাহমাহমুদপুর, রামপুর, মৈশাদী ইউনিয়নের বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর বিকেল সাড়ে ৫টায় ঢালিরঘাট বাজারস্থ উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চাঁদপুরের প্রথম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক ‘মেঘনা এন্ড ফরিদগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাত সাড়ে ৮টায় জেএম সেনগুপ্ত রোডস্থ কদমতলাস্থ তাঁর নিজ বাসভবনে চাঁদপুর-৩ অর্থাৎ চাঁদপুর ও হাইমচরের সাধারণ জনগণ এবং দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন।
৩১ অক্টোবর বুধবারের কর্মসূচিতে রয়েছে সকাল ১১টায় হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন বিভাগ অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকা- ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন, দুপুর ৩টায় একই উপজেলার চরভৈরবী ইউনিয়নে বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকা-ের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন এবং নতুনবাজার এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন এবং রাত ৭টায় নিজ বাসভবনে নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন।
সফরের শেষদিন অর্থাৎ ১ নভেম্বর বৃহস্পতিবার ডাঃ দীপু মনি এমপি সকাল ১০টায় চাঁদপুর পৌর এলার বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকা- ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন। এরপর দুপুর ৩টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নৌপথে চাঁদপুর ত্যাগ করবেন।