মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যৌথ সভা
এ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরতে হবে : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- জনসভায় তুলে ধরা হবে। উন্নয়নের মহাসড়কে চলছে বাংলাদেশ। বর্তমান সরকারের সকল উন্নয়ন তৃণমূলের নেতা-কর্মীদের জানানোর জন্যেই আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশাল জনসভা। এ জনসভায় ৫০ হাজার লোকের সমাগম ঘটাতে হবে। তিনি আরো বলেন, আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করেছেন দুষ্ট চক্র। জাতীয় চার নেতার স্মরণে মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় সরকারের সকল কর্মকা-ের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখতে হবে। সৈয়দ নজরুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মুনসুর আলী জাতীয় এ চার নেতাদের জীবনী নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখতে হবে। গত ২৭ অক্টোবর মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতলব দক্ষিণস্থ মন্ত্রীর নিজ বাসভবনে আগামী ৩ নভেম্বর জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে ৪ নভেম্বর মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিশাল জনসভা সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াসউদ্দিনের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাজেদুল হোসেন চৌধুরী দীপু। বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিচ্ছুজ্জামান চৌধুরী, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা আক্তার আঁখি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সরকার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেম্বার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডঃ শাহআলম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক যুধিষ্ঠি শীল, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ কঁচি, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নাজির আহম্মেদ বাদল, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলেমান প্রধান, সাধারণ সম্পাদক আঃ মতিন মেম্বার, অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদ উল্লাহ প্রধান, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকাদার, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মাস্টার, সাধারণ সম্পাদক মবিন সুজন, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, নায়েরগাঁও দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম (মামুন), ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি চাঁন মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তসলিম আহমেদ মিয়াজী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লা। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন বজলুর রশিদ মাস্টার ও গীতা পাঠ করেন যুধিষ্ঠি শীল।
সভার শুরুতে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন শিকদারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজল ভট্টাচার্য্য, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম ঘোষ, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল ইসলাম সোহাগ, পৌর ছাত্রলীগের সভাপতি শরীফ পাটওয়ারী, কলেজ ছাত্রলীগের সভাপতি আল-আমিনসহ দলীয় নেতৃবৃন্দ।