• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পিকেটিংয়ে বাদ যায়নি রিক্সা-অটোরিক্সা

হাজীগঞ্জে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও পিকেটিং

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০১৮, ১০:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার হাজীগঞ্জের পরিবহন শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কের বিভিন্ন অংশে পিকেটিং করেছে। পিকেটিংকালে বাদ যায়নি সড়কে চলাচলকারী রিক্সা কিংবা ব্যাটারীচালিত অটোরিক্সা। এদিন ভোর থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক, রামগঞ্জ-হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ অংশে অবস্থান নেয় শ্রমিকরা। ‘সড়ক পরিবহন আইন-২০১৮’-এর কিছু ধারা সংশোধনের লক্ষ্যে ৪৮ ঘণ্টার কর্মসূচির প্রথম দিন এভাবেই অতিবাহিত করেছে হাজীগঞ্জের শ্রমিক ও শ্রমিক নেতারা। তবে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ছিলো সতর্ক অবস্থানে।
    জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ দফা দাবি পূরণে এদিন ভোরে পরিবহন শ্রমিকরা হাজীগঞ্জ বাজারস্থ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে জেলা ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা এবং উপজেলা ট্রাক ও ট্যাংক-লরি পরিবহন শ্রমিক ইউনিয়ন, উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ একজোট হয়ে মিছিল ও সড়কে অবস্থান নেয়। এছাড়া চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা বেতিয়াপাড়া, কৈয়ারপুল, বলাখাল, ধেররা, টোরাগড়, আলীগঞ্জ, এনায়েতপুর ও রামগঞ্জ-হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর আঞ্চলিক মহাসড়কের জিয়ানগর, বেলচোঁ, সেন্দ্রা এলাকায় সড়কে অবস্থান নেয় শ্রমিকরা। তারা সড়কে চলাচলকারী যানবাহনকে আটকে দেয়। রিক্সা কিংবা অটোরিক্সাকে পর্যন্ত আটকে দেয় তারা। বেশ কিছু শ্রমিককে রিক্সার চাকার হাওয়া পর্যন্ত ছেড়ে দিতে দেখা গেছে, যা দুপুর পর্যন্ত বলাখাল পূর্ব বাজারে দেখা গেছে।
    শ্রমিকরা জানান, সড়ক দুর্ঘটনায় সকল মামলা জামিনযোগ্য করতে হবে। শ্রমিকদের অর্থদ- ৫ লাখ টাকা মানি না, মানবো না, সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে। ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণি করতে হবে। ওয়েস্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল করতে হবে। সড়কে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। গাড়ি রেজিস্ট্রেশনের সময় শ্রমিকদের নিয়োগপত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে সত্যায়িত স্বাক্ষর থাকার ব্যবস্থা করতে হবে। সকল জেলায় শ্রমিকদের ব্যাপক হারে প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স ইস্যু এবং লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে।
    এ সময় উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক আহসান উল্যাহ্ কাশারী, জেলা ট্রাক ও ট্যাংক-লরি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ হোসাইন, উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ কাশারীসহ জেলা ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা এবং উপজেলা ট্রাক ও ট্যাংক-লরি পরিবহন শ্রমিক ইউনিয়ন, উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। সাধারণ পরিবহন শ্রমিকেরা কর্মবিরতিতে অংশ নিয়ে বিক্ষোভ মিছিল করে।
    হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, এখানে আইনশৃঙ্খলা পুরোপুরি ভালো রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে আমাদের পর্যাপ্ত ফোর্স রয়েছে।
    

 

সর্বাধিক পঠিত