চাঁদপুরে বিজয় ফুল উৎসব পালন অনুষ্ঠানে আবু নঈম পাটওয়ারী দুলাল
পাকিস্তান আফগান হবে না এ দেশ হবে সোনার বাংলা
বিজয় ফুল উৎসব-২০১৮ উপলক্ষে বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা আয়োজিত কাগজের শাপলা ফুল বানানো প্রতিযোগিতা মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৮ অক্টোবর সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জসিমউদ্দিন। সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় তিনি বলেন, পাকিস্তান, আফগান হবে না, এ দেশ হবে সোনার বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে, পৃথিবীতে আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি পাবো। খাদ্যে স্বয়ংসম্পন্ন আমরা, বিদেশীদের উপর নির্ভর করি না, আমরা এখন নিজেদের উপর নির্ভর করি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক সভাপতি প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক ইফতেখায়রুল মাসুম প্রমুখ। উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ আঃ মান্নান, এবিএম ফারুক, মাওঃ মনির হোসেন, মাওঃ হাবিব উল্লাহ, মাওঃ আল-আমীন, মারজিয়া আক্তার, শেখ নাহিমা সুলতানা, মাকসুদা আক্তার ও শামিমা আক্তার।
এছাড়াও এদিন চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে উৎসবটি উপলক্ষে জাতীয় ফুল শাপলা বানানো প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ক্লাসরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন। সহকারী শিক্ষক আবুল কাশেম মিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় তিনি বলেন, বিজয় ফুল উৎসব হচ্ছে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ইতিহাস। দেশকে স্বাধীন করতে গিয়ে যাঁরা রক্ত দিয়েছেন, তাঁদেরকে জানা। আমাদের জাতীয় ফুল শাপলাকে জানা, আমাদের জাতীয় পাখি দোয়েলকে জানা, আমাদের জাতীয় ফল কাঁঠালকে জানা, আমাদের জাতীয় মাছ ইলিশকে জানা, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানা দরকার। স্বাধীনতার বিপক্ষ শত্রুদেরও জানতে ও চিনতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতার বিপক্ষ শত্রুদের কখনো তোমরা ক্ষমা করবে না। মনে রাখবে ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ইফতেখায়রুল মাসুম ও দৈনিক চাঁদপুর কণ্ঠের ম্যানেজার সেলিম রেজা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র মোবারক হোসেন।