• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর শহরে ৯ গরু চোর আটক ॥ চোরাই গরুর মাংস বিক্রিকালে ৫ মণ মাংসসহ ৫টি গরু উদ্ধার

প্রকাশ:  ২৮ অক্টোবর ২০১৮, ১৯:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরে গরু চুরির ঘটনায় ৯ জন গরু চোরকে আটক করা হয়েছে। এছাড়া চোরাই গরুর মাংস বিক্রিকালে ৫ মণ মাংসসহ ৫টি গরু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর শহরের ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন। ফরিদগঞ্জ থানা পুলিশ এ অভিযানে অংশ নেয়।
    অভিযানকালে ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে ৯ গরু চোরকে আটক ও একই সময় চুরি হওয়া ৫ টি গরু এবং জবাইকৃত ৫ মণ গরুর মাংস উদ্ধার করা হয়।
    আটক ৯ গরু চোর হচ্ছে : চাঁদপুর শহরের চক্ষু হাসপাতাল এলাকার নবীর হোসেনের ছেলে রফিকুল ইসলাম (সবুজ) (৩৫), হাজীগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে মোঃ মহসিন (৪০), একই উপজেলার মকিমাবাদ এলাকার মৃত আবুল কালামের ছেলে মোঃ সোহেল (২৪) ও মোঃ আব্দুল আজিজ (৩২), সদর উপজেলার লোধেরগাঁও গ্রামের মোঃ সিরাজের ছেলে মোঃ সেলিম (৩৩), পূর্ব বালিয়ার হাফিজ উদ্দিনের ছেলে মোঃ মাহফুজ (২৪), বাগাদী ইউনিয়নের শফি উল্যাহর ছেলে শহিদুল্যাহ (৩২), বিষ্ণুদী এলাকার মৃত আব্দুল মান্নান মিজির ছেলে রবিউল হোসেন (৩২) ও ফরিদগঞ্জ পৌরসভার কাছিয়াড়া এলাকার মজিবুল হকের ছেলে বোরহান (৩৪)।
    ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ অক্টোবর শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ পাইকপাড়া এলাকা থেকে প্রথমে বোরহানকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তার দেয়া তথ্য মতে গতকাল শনিবার দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশ চাঁদপুর শহরের ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্প এলাকার পুকুর পাড়ের একটি ঘর থেকে অপর ৮জনকে আটক করে। একই সময়  ৫টি গরুসহ জবাইকৃত ৫ মণ গরুর মাংস উদ্ধার করে  পুলিশ।
    ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ জানান, আটক চোর চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ৫ মণ গরুর গোশত স্থানীয় এতিমখানাগুলোতে বিতরণ করা হয়।

 

সর্বাধিক পঠিত