• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে জেলহত্যা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

চার নেতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে : ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

প্রকাশ:  ২৮ অক্টোবর ২০১৮, ১৯:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি  বলেছেন, জেল হত্যা মামলায় দ-িত অপরাধীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করতে অঙ্গীকারাবদ্ধ সরকার। জাতীয় চার নেতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের মাধ্যমে দেশবাসীর আশার প্রতিফলন করা হবে। গতকাল শনিবার সকাল ১১টায় মতলব উত্তর উপজেলার মোহনপুরের নিজ বাসভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলহত্যা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
    তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই বঙ্গবন্ধু হত্যাকা-ের বিচার, জেল হত্যার বিচার হয়েছে ও একাত্তরের ঘাতকদের বিচার হচ্ছে এবং হবে। শেখ হাসিনার সরকারের আমলে আমরা দ-িত খুনিদেরকে দেশে ফেরৎ আনতে পারবো এবং দ-াদেশ কার্যকর করতে পারবো। এজন্যে আমাদের প্রয়োজন সম্মিলিতভাবে কাজ করে আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো।
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আইয়ুব আলী গাজীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ত্রাণমন্ত্রীর বড় ছেলে আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম রিয়াজ উদ্দিন মানিক, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ¦ রফিকুল আলম জর্জ, উপজেলা ইউপি কল্যাণ সমিতির সভাপতি হাজী শামসুল হক চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, শহীদ উল্লা প্রধান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান, আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, সদস্য সচিব অ্যাডঃ আক্তারুজ্জামান, উপজেলা কৃষকলীগের সভাপতি খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ ও রহমত উল্লা সরকার লিখন, ইউপির চেয়ারম্যানবৃন্দ।

 

সর্বাধিক পঠিত