দেশের উন্নয়নের কথা চিন্তা করে নৌকার পক্ষে কাজ করুন : উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাড়ির আঙ্গিনায় ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে গত শুক্রবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ।
ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন মুন্সির সভাপতিত্বে এবং জেলা যুবলীগ নেতা গাজী শাখাওয়াত হোসেনর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমদ তিতাস, আওয়ামী লীগ নেত্রী আমেনা বেগম, মাসুদ আহমদ মাস্টার, জাকির হোসেন মেম্বার, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, আব্দুস শুক্কুর পাটোয়ারী, ছাইফুল ইসলাম গাজী, আব্দুল মজিদ খান, জাহেদুর রহমান মাস্টার, ডাঃ জাহাঙ্গীর আলম, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রব প্রধান, যুবলীগ নেতা রমিজ উদ্দিন শিশির, মাহবুব আলম মিস্টার, এনায়েত মিঝি, মনির হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা তাহসিন, ফরাজীকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেওয়ান আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ প্রমুখ।
সভায় জনাব মনজুর আহমদ বলেন, আওয়ামী লীগ একটি বড় দল, দলীয় নেতা-কর্মীদের কিছু দাবি-দাওয়া অপূরণ থাকতেই পারে। এসব নিয়ে কোনো দ্বিধা নয়, বরং মনে রাখতে হবে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা প্রয়োজন। দেশের এই উন্নয়নের কথা চিন্তা করে নৌকার পক্ষে কাজ করুন। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আমরা মায়া ভাইয়ের কর্মী, নৌকার বিজয় হবেই।
ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে আগামী ৩নভেম্বর মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড়ের জেল হত্যা দিবসের সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দলীয় নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে যোগদান করার ব্যাপারে সিদ্ধান্ত নেন।