• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় দু’ শতাধিক উপকারভোগীর মাঝে গৃহ নির্মাণে চেক প্রদান

প্রকাশ:  ২৮ অক্টোবর ২০১৮, ১২:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘যার জমি আছে ঘর নেই’ এ প্রকল্পের আওতায় কচুয়ায় ২শ’ ১৬জন অসহায় পরিবারের উপকারভোগী সদস্যের মাঝে ঘর প্রতি ১ লক্ষ ২০ হাজার টাকার চেক গৃহ নির্মাণের জন্যে বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি এসব চেক হস্তান্তর করেন।
    ইউএনও নীলিমা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ প্রমুখ।

সর্বাধিক পঠিত