পুরাণবাজার লোকনাথ মন্দিরের ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব উদযাপনে প্রস্তুতি সভা
চাঁদপুর পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রী শ্রী লোকনাথ মন্দির ও আশ্রমের ২২তম ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব উদ্যাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ অক্টোবর শুক্রবার বিকেলে আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি কার্তিক চন্দ্র সাহা। আশ্রমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোটাঃ রিপন সাহার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আশ্রম পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রমোদ দাস, হরিপদ দাস, লিটন সাহা, প্রভাষ সাহা, তাপস দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সুবল ঘোষ, সুমন কুমার দাস, সুমন সাহা, কাকন সরকার, সহ-কোষাধ্যক্ষ অজিত সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সহ-প্রচার সম্পাদক অভিরাম সাহা, বিশ্বনাথ ঘোষ, কৈলাশ দাস প্রমুখ।
সভায় বিগত দিনের ন্যায় উৎসবের ধারাবাহিকতা রক্ষায় ২ দিনব্যাপী ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৯ নভেম্বর শুক্রবার সান্ধ্যকালীন সময় আশ্রম প্রাঙ্গনে প্রজেক্টরের মাধ্যমে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবনভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, রাত ৯টায় নারী-পুরুষ সম্মিলিতভাবে আনন্দ শোভাযাত্রা সহকারে নগর পরিক্রমা। পরে শুভ অধিবাস শেষে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ফল ও মিশ্রি ভোগ নিবেদন। পরদিন ১০ নভেম্বর শনিবার সকাল ৮টায় মিশ্রি ভোগ ও ৯টায় সিদ্ধভোগ নিবেদন, দুপুর ১টায় রাজভোগ শেষে প্রসাদ বিতরণ, সন্ধ্যা সাড়ে ৫টায় আশ্রম প্রাঙ্গনে বিশ্ব শান্তি এবং নিজেদের সুখ, শান্তি ও কল্যাণ কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন। প্রদীপ প্রজ্জ্বলন শেষে তা শত শত নারী-পুরুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে পার্শ্ববর্তী মেঘনা নদীতে ভাসিয়ে দেয়া হবে। ২ দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের উপস্থিতি কামনা করেছেন আশ্রম পরিচালনা কমিটির সভাপতি কার্তিক চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক রোটাঃ রিপন সাহা।
উল্লেখ্য, মেঘনা নদীর তীরবর্তী স্থানে অবস্থিত, চাঁদপুর জেলার সর্ববৃহৎ সৌন্দর্যময় শ্রী শ্রী লোকনাথ মন্দির ও আশ্রমটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিশাল আয়োজনে এ স্থানে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রতিবছর এ স্থানে হাজারো নর-নারী তাদের ইচ্ছা পূরণে দীর্ঘসময় নিয়ে শ্রী শ্রী লোকনাথ বাবার কৃপা লাভে তার সন্তুষ্টি কামনায় ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করেন। তাদের বিশ্বাস এ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তাদের সংসারে সুখ, শান্তি ও ঐশ্বর্য ফিরে আসবে। এছাড়াও এ মন্দির ও আশ্রমে বাৎসরিক হরিনাম কীর্ত্তনসহ প্রতিদিন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর নিত্য সেবা পূজা, আরতি কীর্ত্তনসহ ভোগরাগ অনুষ্ঠিত হয়। প্রতিদিনই মন্দির দর্শনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয় এবং মন্দিরে অন্নপ্রাসনসহ ধর্মীয় ক্রিয়া কর্ম আয়োজন করার সুব্যবস্থা রয়েছে।