• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ জেআর ওয়াদুদ টিপুর শোক

প্রকাশ:  ২৫ অক্টোবর ২০১৮, ০১:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শামছুল হক মন্টু পাটওয়ারীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর পোস্টের সম্পাদকমন্ডলীর সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু। তিনি এক শোক বার্তায় বলেন, আমার অকৃত্রিম বন্ধু শামছুল হক মন্টু পাটওয়ারীর অকাল মৃত্যুতে আমি খুবই দুঃখিত ও মর্মাহত হয়েছি। তাঁর মৃত্যুতে এই দেশ ও সমাজ একজন অভিভাবককে হারালো। তিনি একজন নির্লোভ ও নির্মোহ এবং ধর্মভীরু মানুষ ছিলেন। খুব কাছ থেকে তাঁকে দেখেছি যে, তিনি খুব সাধারণ জীবন-যাপন করতেন। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং আল্লাহ যেনো তাঁকে জান্নাতবাসী করেন সে দোয়া করছি। মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

সর্বাধিক পঠিত