• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আমরা একজন পরীক্ষিত নেতা ও দেশপ্রেমিককে হারালাম : ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ২৫ অক্টোবর ২০১৮, ০১:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মন্টু পাটওয়ারীর মৃত্যুতে খুবই মর্মাহত হয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাঃ দীপু মনি এমপি।
    বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ দীপু মনি এক শোক বার্তায় বলেন, জনাব মন্টু পাটওয়ারীর মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত নেতা এবং দেশপ্রেমিককে হারালাম। চাঁদপুর জেলা আওয়ামী লীগ এবং এই স্বাধীন বাংলাদেশ তাঁর কাছে ঋণী। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত  জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে আমার নির্বাচনে তাঁর অনেক শ্রম ছিলো। আসছে নির্বাচনী প্রচারণায় তাঁকে বার বার মনে পড়বে। তাঁর সাথে রাজনৈতিক ও সামাজিক কর্মকা-ে আমার অনেক স্মৃতি রয়েছে। সর্বশেষ গত ১৭ অক্টোবর হাইমচরে মা ইলিশ রক্ষায় আয়োজিত নৌ র‌্যালিতে একই বোটে আমার সাথে মন্টু ভাইও ছিলেন। এরপর তাঁকে শেষ দেখা হাসপাতালে গিয়ে দেখা। তবে এ দেখা ছিলো ভিন্ন রকমের দেখা। মুক্তিযুদ্ধে জয়ী এ বীর জীবনের শেষ যুদ্ধে হেরে গেলেন। অবশ্য এ হার সম্ভবত হেরে যাওয়া নয়। জীবনের এক সংক্ষিপ্ত অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে অনন্তের পথে যাত্রা। এ যাত্রায় তাঁর জন্যে শুভ কামনা রইলো। রাব্বুল আলামীন যেনো তাঁকে জান্নাতে স্থান দেন। তাঁর এই মৃত্যুর শোক পরিবারের সকলে যেনো সইতে পারে সে প্রার্থনা করছি মহান সৃষ্টিকর্তার কাছে।