• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মন্টু পাটওয়ারীর ইন্তেকাল

প্রকাশ:  ২৪ অক্টোবর ২০১৮, ২১:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শামছুল হক মন্টু পাটওয়ারী (৬৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি------রাজিউন)। বুধবার ২৪ অক্টোবর সকাল সাড়ে ১১টায় তিনি হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেন। গত ২০ অক্টোবর শনিবার সকালে স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস এ অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদের তত্বাবধানে ভর্তি করা হয়। ২৩ অক্টোবর হৃদরোগ ও কিডনীর জটিলতা নিরসনে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। বুধবার ২৪ অক্টোবর সকাল সাড়ে ১১টায় তিনি হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহযোদ্ধাসহ বহু গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ নির্বাচনী আসনের সাংসদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলালসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ। তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য, মরহুম শামছুল হক মন্টু পাটওয়ারী গত কয়েকদিন পূর্বে ব্রেইন স্টোক করে প্রথমে চাঁদপুর সেন্ট্রাল হসপিটালে ভর্তি হন। এরপর চাঁদপুর থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেয়া হয়। মরহুমের নামাজের জানাজা আগামীকাল সকাল ১০টায় বাগাদী রোড ময়দার মিল মাঠে অনুষ্ঠিত হবে। চাঁদপুরের সকল ধর্ম প্রান মুসলমানদের উক্ত জানাযায় অংশগ্রহন করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত