মতলব উত্তরে নিতাই স্যারকে সংবর্ধনা ও আর্থিক অনুদান
মতলব উত্তরে অবসরপ্রাপ্ত শিক্ষক নিত্যানন্দ মজুমদারকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। চাকুরি থেকে অবসরে যাওয়ার ৭ বছর পর এমন সংবর্ধনা পেয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে অসুস্থ গুণী এই শিক্ষকের চোখ অশ্রুসিক্ত হয়।
শনিবার চরকালিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ স্কুলেরই এসএসসি ২০০০ ‘ফ্রেন্ডস্ ফাউন্ডেশনের’ উদ্যোগে এ সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত গুণী শিক্ষক নিত্যানন্দ মজুমদার। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন সংগঠনের অন্যতম নেতা ডাঃ মিজানুর রহমান রানা। স্কুলের প্রধান শিক্ষক দলিল উদ্দিনের সভাপতিত্বে এবং এএসএম নূরুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য শফিকুল ইসলাম সরকার, বর্তমান সদস্য বশির আল হেলাল, সংগঠনের নেতা আলাউদ্দিন শাহ, শহিদুল ইসলাম প্রমুখ। ফ্রেন্ডস্ ফাউন্ডেশন ২০০০-এর নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন হাসানুজ্জামান চপল, চন্দ্র কিশোর, জসিম উদ্দিন দেওয়ান, আবুল খায়ের, আব্দুল করিম, ইকবাল হোসেন মোল্লা, মফিজুল ইসলাম প্রমূখ।
অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক নিত্যানন্দ মজুমদারকে সংবর্ধনা ও ৩৫ হাজার টাকার আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি স্যারকে সম্মাননা ক্রেস্ট, ধূতী-পাঞ্জাবী ও স্যারের সহধর্মিণীর জন্যে উপহার প্রদান করা হয়।
সংবর্ধিত এই গুণী শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, আজ আমার চোখ দিয়ে পানি বের হলেও তা আনন্দের অশ্রু। আমরা যখন শিক্ষকতায় আসি তখন এ পেশায় টাকা ছিলো না। ছিল শুধুই সম্মান, আর সম্মানের জন্যেই আমি এ পেশায় এসেছি। এ জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার কাজে নিজের জীবনটা বিলিয়ে দিতে পেরেছি এটা ভাবতেই খুব ভালো লাগে। শিক্ষকতা থেকে অবসরে যাবার ৭ বছর পর আজ আমার ছাত্ররা আমাকে যে সম্মান দিলো তাতে আমি খুবই আনন্দিত।