আল মামুন সুমন এমজেএস বালিকা উবি ম্যানেজিং কমিটির সভাপতি
হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে অভিভাবক সদস্যদের ভোটে চাঁদপুর জেলা পরিষদের সদস্য উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এসএম আল মামুন সুমন সভাপতি নির্বাচিত হয়েছেন।
গত বুধবার বেলা ১১টায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস রুমে অনুষ্ঠিত এ নির্বাচনে সাবেক সভাপতি এসএম কবিরকে ২ ভোটের ব্যবধানে পরাজিত করে এ ১ম বারের মতো তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন।
মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেনের সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, হাইমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার মাহাবুব, হাইমচর থানার এসআই মোঃ লোকমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবনির্বাচিত সভাপতি এসএম আল মামুন সুমন এক প্রতিক্রিয়ায় জানান, আমাকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় সকল সদস্য, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবক সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান ও বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করার জন্যে সকলের সহযোগিতা কামনা করেন। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন বলেন, সকাল থেকে অভিভাবক সদস্যদের উপজেলায় আগমনে যেনো আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।