• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান

১৫ দিনের মধ্যে চাঁদপুর শহর সিসি ক্যামেরার আওতায় আনা হবে

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ০১:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের ইলিশ চত্বর মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।
    এছাড়াও এ সময় গাড়ির চালক ও পথচারীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে  জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপ্রধানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
    জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে আমাদের সকলকে সচেতন হতে হবে। নিজেরা যদি দায়িত্বশীল হতে না পারি, তাহলে কোনোভাবেই কোনো কার্যক্রম সফল হবে না। রাস্তার মাঝখানে যত্রতত্র গাড়ি থামিয়ে টাকা তোলা যাবে না। সবকিছু নীতিমালার মধ্যে এনে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। যেখানে সেখানে গাড়ি পার্কিং করা যাবে না। নির্দিষ্ট স্থানে আমাদেরকে গাড়ি রাখতে হবে। শুধুমাত্র নিজ নিজ স্থান থেকে কাজ করলে নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব হবে।
    তিনি আরো বলেন, চাঁদপুরে আস্তে আস্তে তেলের গাড়িগুলো উঠিয়ে দেয়া হবে। শহরকে নিরাপদ রাখতে সব ধরনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে চাঁদপুর শহর পুলিশ সুপারের ব্যবস্থাপনায় সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়ও চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানেও সিসি টিভি স্থাপন করা হবে। পুরো শহরকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা হবে।
    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিএর সহকারী পরিচালক শেখ মোঃ ইমরান, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নাসির উদ্দিন ভূঁইয়া, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শোয়েবুর রহমান, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি প্রমুখ। সভায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইবরাহিম খলিল, নিরাপদ সড়ক চাই-এর সদস্যবৃন্দ, ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
    এদিকে র‌্যালির পূর্বে বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই সংগঠনটি দীর্ঘ ২৫ বছর ধরে সড়ককে নিরাপদ করার জন্যে সামাজিক আন্দোলন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার মরহুমা জাহানারা কাঞ্চনের মৃত্যুর দিন ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে ঘোষণা করেছে। যা জাতীয়ভাবে সারাদেশে পালিত হচ্ছে।
    বক্তারা আরো বলেন, সড়ককে নিরাপদ করার জন্যে জাতিসংঘ ২০২০ সালের মধ্যে বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনা ৫০% কমিয়ে আনার জন্যে যে নির্দেশনা প্রদান করেছে তা বাস্তবায়নের জন্য নিসচা সারাবছরই বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকা- চালিয়ে আসছে। জনসচেতনতামূলক প্রচারে নিসচা’র পাশাপাশি সবাইকে এগিয়ে আসার জন্যে বক্তারা আহ্বান জানান।

 

 

সর্বাধিক পঠিত