• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইউএনও বৈশাখী বড়ুয়ার অনুদানে ফাতেমার লাশ বাড়িতে

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ০০:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার অনুদানের টাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত ফাতেমার (৭০) লাশ বাড়ি পৌঁছলো। ফাতেমা বেগম গতকাল সোমবার দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকাস্থ ধেররায় সড়ক দুর্ঘটনায় মারা যান। ফাতেমা বেগম পৌর ৩নং ওয়ার্ডের ধেররা গ্রামের মৃত অলি উল্যাহর স্ত্রী।
    স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত ফাতেমার স্বামী মারা গেছেন বহু আগে। একমাত্র সন্তান ভাত না দেবার কারণে নিজেই ভিক্ষা করে নিজের আহার জুগিয়ে নিতেন। সেই আহারের সন্ধানে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি বের হন বাড়ি থেকে। নিজ বাড়ির সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ওঠার পর পরেই বোগদাদ পরিবহনের একটি বাস চাপা দেয় ফাতেমাকে। মারাত্মক জখম নিয়ে বেশ কিছুক্ষণ সড়কের উপর মৃত্যু যন্ত্রণায় কাতরিয়েছেন ফাতেমা। এরপরেই স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
    এদিকে অসহায় ফাতেমার মৃত্যুর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার কাছে পৌঁছলে তাৎক্ষণিক এই কর্মকর্তা ফাতেমার বাড়িতে লোক পাঠান এবং ২০ হাজার টাকা অনুদান প্রদানের বিষয়টি নিহতের পরিবারকে জানিয়ে দেন। গতকাল বিকেলে এই কর্মকর্তা নিজে ফাতেমার বাড়িতে উপস্থিত হয়ে ফাতেমার পরিবারের কাছে ২০ হাজার টাকার অনুদান তুলে দেন। আর সে টাকায় ফাতেমার লাশ বিকেলে বাড়ি আনার পরে রাতেই পারিবারিক গোরস্থানে ফাতেমাকে দাফন করা হয়। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নির্দেশেই ইউএনও মানবতার এ কাজটি করেন।
    অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ রায়হানুর রহমান জনি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ এলাকাবাসী।

সর্বাধিক পঠিত