হাজীগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
গতকাল সোমবার হাজীগঞ্জে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে রাজু ও মিনা নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাজু (২) উপজেলার বাকিলা ইউনিয়নের স্থানীয় চতন্তর গ্রামের হাওলাদার বাড়ির আলামিন হাওলাদের ছেলে এবং মিনা (২) ফরিদগঞ্জ উপজেলার স্থানীয় দিগধাইর গ্রামের পাটওয়ারী বাড়ির দুলাল পাটওয়ারীর মেয়ে। মিনা তার মামার বাড়ি হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর ইউনিয়নের পাঁচৈ গ্রামের দক্ষিণ গাজী বাড়িতে এসে পুকুরে ডুবে মারা যায়।
চতন্তর হাওলাদার বাড়ির লোকজন জানান, বিকেলে রাজু খেলতে গিয়ে নিখোঁজ হয়। এরপর দীর্ঘক্ষণ রাজুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাজুকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মিনার পারিবারিক সূত্রে জানা যায়, এদিন সকালে মামার বাড়িতে খেলতে গিয়ে মিনা নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় একঘন্টা পর মিনাকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জয়নাব বানু ২ শিশুর মৃত্যু নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মিনা ও রাজুর মৃত্যু হয়েছে।