কচুয়ায় মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি গঠন
কচুয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কমিটি গঠন করা হয়েছে। গত ১৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি এম. সাইফুল মিজান (দৈনিক ভোরের ডাক), সহ-সভাপতি আরিফুল ইসলাম দিপু (দৈনিক আমাদের সময়), সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী (দৈনিক চাঁদপুর কণ্ঠ), যুগ্ম সম্পাদক আহসান হাবিব সুমন (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক আবু সায়েম মৃধা (দৈনিক মতলবের আলো), কোষাধ্যক্ষ আফাজ উদ্দিন মানিক ( চ্যানেল এস), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির হোসেন (দৈনিক ইলশেপাড়), নির্বাহী সদস্য আলমগীর তালুকদার (বাংলাভিশন/ দৈনিক জনকণ্ঠ), মোঃ নুরুল হক প্রধান (দৈনিক মানবজমিন), ডাঃ একেএম জাকির হোসেন (কচুয়া কণ্ঠ), মেহেদী হাসান সাকিব (কচুয়া র্বাতা)।