বিদ্যুৎস্পৃষ্টে জেএসসি পরীক্ষার্থীর করুণ মৃত্যু
চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকায় বিদ্্ুযৎস্পৃষ্ট হয়ে রবিউল (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। গতকাল ২১ অক্টোবর রোববার বেলা সাড়ে ১১টায় ওই এলাকায় নির্মাণাধীন মুক্তিযোদ্ধা ভবনের উত্তর পাশের বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। রবিউল স্থানীয় রাজমিস্ত্রি মঞ্জুর খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ১১টার সময় রবিউল তার সহপাঠীদের সাথে প্রতিবেশীর বাড়িতে খেলা করছিলো। এ সময় সে খেলার বল কুড়াতে গিয়ে পা পিছলে স্থানীয় মোঃ আলী বেপারীর বিদ্্ুযতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলেই রবিউল মারা যায়।
স্থানীয়রা জানান, ৮ম শ্রেণীর শিক্ষার্থী রবিউল চলতি বছরে জেএসসি পরীক্ষার্থী ছিলো। এলাকাবাসী আরো জানায়, এখানে বিদ্যুতের কোনো খুঁটি না থাকায় অনেক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ তার বাঁশ দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এ তারেই রবিউলের মৃত্যু ঘটলো। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।