• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা রোভারের মেট কোর্স উদ্বোধন

প্রকাশ:  ২২ অক্টোবর ২০১৮, ১০:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুর জেলা রোভারের ২য় জেলা মেট কোর্সের উদ্বোধন করা হয়েছে। গত ২০ অক্টোবর শনিবার সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজে ২য় চতুর্বার্ষিক পরিকল্পনার আওতাধীন চাঁদপুর জেলা রোভারের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মোঃ মাজেদুর রহমান খান।
    এ উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেট কোর্সের কোর্স লিডার ও জেলা রোভারের যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সহকারী অধ্যাপক রূপক রায় ও জেলা স্কাউট কমিশনার অজয় ভৌমিক।
    জেলা রোভারের সাবেক সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভারের সাধারণ সম্পাদক সহকারী লিডার ট্রেইনার আখতারুজ্জামান। উপস্থিত ছিলেন লিডার ট্রেইনার আলম আরা সাফি, সহকারী লিডার ট্রেইনার মোঃ খোরশেদ আলম, প্রশিক্ষক ও সহকারী অধ্যাপক মুজিবুল হক গাজী, প্রশিক্ষক ও সহকারী অধ্যাপক মোঃ আবুল খায়ের, প্রশিক্ষক বিপ্লব কুমার সাহা, প্রশিক্ষক ও কোর্স সেক্রেটারী আইসিটি প্রভাষক মোঃ ফয়সাল আহম্মেদ ফরাজী প্রমুখ।
    ৫দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার ২৪টি কলেজ থেকে ৩৫জন ও ২টি মুক্ত দলের ৫জনসহ মোট ৪০জন রোভার এবং গার্লস্ ইন রোভার সদস্য অংশ নেন। মেট কোর্সটি আগামী ২৪ অক্টোবর সমাপ্ত হবে।

 

সর্বাধিক পঠিত