• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের চান্দ্রায় মাছভর্তি ট্রাক পুকুরে হরিলুটের অভিযোগ

প্রকাশ:  ২১ অক্টোবর ২০১৮, ১১:১১ | আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১১:১৩
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট

চাঁদপুরে হানারচর-চান্দ্রা বেড়িবাঁধের উপর থেকে ইলিশ, চিংড়িসহ বিভিন্ন প্রকারের প্রায় ১০ লাখ টাকার মাছসহ একটি ট্র্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এতে করে ট্রাকে থাকা প্রায় ১০ লক্ষ টাকার মাছ স্থানীয় কিছু মানুষ হরিলুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার বিকেল ৫টায় সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তা বেড়িবাঁধের উপরের রাস্তায়। চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকের চালক আলী হোসেন সাতক্ষীরা থেকে (যশোর ট ১১-৪৭২৯) ৫ টনের ট্রাকটিতে ইলিশ, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ এবং ট্রাকের উপরে ৪শ' প্লাস্টিকের মালামাল বোঝাই করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে চাঁদপুর হরিণা এলাকায় আসলে ট্রাকচালক তার হেলপারকে গাড়িটি চালানোর দায়িত্ব দেয়। ট্রাকটি চান্দ্রা এলাকায় আসলে একটি গাড়ি ওভারটেক করে যাওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বেড়িবাঁধের উপর থেকে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। শত-শত এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে এসে ইলিশসহ বিভিন্ন প্রকার মাছ দেখতে পেয়ে মাছগুলো হরিলুট করে নিয়ে গেছে বলে ট্রাক চালক আলী হোসেন জানান।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, মাছবাহী ট্রাকটি ড্রাইভার আলী হোসেন না চালিয়ে তার হেলপার ইদ্রিস আলী চালানোর কারণেই মূলত এ দুর্ঘটনা ঘটেছে।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল জানান, ট্রাক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ট্রাকটি উদ্ধারের পরে মালিকের সাথে কথা বলে ও গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত