• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ার মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন ও অভিভাবক সমাবেশ

কচুয়ায় জঙ্গি ও মৌলবাদের স্থান নেই

ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

প্রকাশ:  ২১ অক্টোবর ২০১৮, ১০:৪৬ | আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১০:৫৮
চাঁদপুর পোস্ট ডেস্ক
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।
প্রিন্ট

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বঙ্গবন্ধুর কচুয়ায় জঙ্গি ও মৌলবাদের স্থান নেই। কোনো স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, সন্ত্রাসী ও জঙ্গিকে আমাদের কচুয়ায় স্থান দেবো না। যারা জঙ্গিবাদের সারথি হয়ে মৌলবাদীদের সঙ্গী করে কচুয়ায় অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে তাদেরকে সর্বক্ষেত্রে প্রতিহত করা হবে।

তিনি বলেন, আমাদের সকলের মেধা ও পরিশ্রম যোগ করে দেশকে এগিয়ে নিয়ে যাবো। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন ডাক্তার, পাইলট ও প্রকৌশলী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে এদেশকে মডেল দেশ হিসেবে সারাবিশ্বে পরিচিত করবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকলে দেশে বর্তমানে যে উন্নয়ন কর্মকা- আপনারা দেখছেন, তা সকল ক্ষেত্রে আরো বিস্তরভাবে প্রতিষ্ঠিত করতে আমরা সক্ষম হবো। আপনারা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্যে আমাকে তাঁর স্থানীয় প্রতিনিধি হিসেবে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

শনিবার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলাবিশিষ্ট অত্যাধুনিক একাডেমিক ভবনের শুভ উদ্বোধন, বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রাজিব আহমেদ রাজু সভাপ্রধানে এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দীন ও জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না। আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিঃ জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, বর্তমান সভাপতি ইব্রাহীম খলিল বাদল ও সাধারণ সম্পাদক এএসএম সবুজ। এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত