পুরাণবাজারে পূজা মন্ডপ পরিদর্শনে ডাঃ দীপু মনি এমপি ॥ স্বাগত জানাতে মানুষের ঢল
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ দীপু মনি বলেছেন, আমরা সকলে মিলে এ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আর সে লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ দেশে এখন সকল ধর্মের মানুষ তাদের যে কোনো ধর্মীয় উৎসব অত্যন্ত সুন্দর ও নির্বিঘেœ পালন করতে পারে। গতকাল ১৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরাণবাজারের বিভিন্ন পূজা ম-প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারলেই এদেশে সকলের সমান অধিকার নিশ্চিত হবে তথা এ দেশ হবে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ। আজকে তাঁর কন্যা সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। যার ফলে আজ দেশে এতো উন্নয়ন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এ দেশের স্বাধীনতা ও দেশের সকল উন্নয়নের প্রতীক নৌকা। আর এ নৌকা দিয়েই আমরা আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশকে এগিয়ে নিয়ে যাবো।
এদিকে ডাঃ দীপু মনি পুরাণবাজার গিয়ে পৌঁছলে তাঁকে স্বাগত জানাতে হাজারো নেতা-কর্মী ও মানুষের ঢল নামে। দলীয় নেতা-কর্মীরা মুহূর্মুহূ স্লোগানে মুখরিত করে তোলে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মন্টু পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, মৃণাল সাহা, চাঁদপুর চেম্বারের পরিচালক পরেশ মালাকার, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, বারোয়ারী পূজা কমিটির সাধারণ সম্পাদক কার্তিক সাহা, সাংবাদিক বিমল চৌধুরী, হরিসভা পূজা কমিটির সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা, পানগোলা দুর্গা পূজার উদ্যোক্তা অমিত নন্দী, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রোটাঃ রিপন সাহা, সাবেক কাউন্সিলর আছলাম গাজী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন মানিক, সফিকুল ইসলাম, মোঃ আলী কুট্টি, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, চেম্বার পরিচালক শিমুল কুমার সাহা, নিতাইগঞ্জ পূজা কমিটির সভাপতি অসীম মিশ্র, সাধারণ সম্পাদক আশীষ দেবনাথ, ঘোষপাড়া পূজা কমিটির অমিত ঘোষ, অরুণ ঘোষসহ পূজা কমিটির অন্যরা। এছাড়া উপস্থিত ছিলেন ডাঃ দীপু মনি এমপির সফরসঙ্গী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডাঃ দীপু মনি এমপি পুরাণবাজার পৌঁছলে স্থানীয় পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝির নেতৃত্বে শত শত নেতা-কর্মী মিছিল নিয়ে তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানান। এ সময় নৌকার পক্ষে স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত হয় ওঠে। ডাঃ দীপু মনি হিন্দু সম্প্রদায়ের সবশ্রেণি পেশার মানুষের সাথে একাকার হয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং অনেকের সাথে সেলফি তোলেন।