• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে দুটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩ ॥ আটক ১

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৮, ০৮:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে দুটি গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এক পক্ষের অভিযোগ, একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার পশ্চিম বড়ালী গ্রামে। এ নিয়ে যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষসহ প্রাণহানির আশঙ্কা করছে এলাকাবাসী।
    পশ্চিম বড়ালী গ্রামের মোঃ রুহুল আমিন গং পাশর্^বর্তী বাড়ির মোঃ রুস্তম আলী শেখ গংয়ের বিরোধপূর্ণ একটি সম্পত্তির মালিকানা নিয়ে পর পর দুটি মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত দুটি মামলায় রুস্তম আলী শেখ গংয়ের পক্ষে রায় দিয়ে বাদীর মামলা খারিজ করে দেয়। কিন্তু এখনও মামলাবাজ হিসেবে পরিচিত রুহুল আমিন গং বিভিন্ন জনকে দিয়ে একই সম্পত্তির মালিকানা দাবি করে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে যাচ্ছেন।   
    মামলার বিবরণ ও সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১৩ অক্টোবর সকালে নিজ মালিকানাধীন সম্পত্তিতে নির্মাণাধীন স্থাপনার কাজ করছিলো নির্মাণ শ্রমিকরা। এ সময় মোঃ রুহুল আমিন গংরা অতর্কিতভাবে উক্ত নির্মাণ কাজে বাধা প্রদান করে। এক পর্যায়ে তারা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র দিয়ে রুন্তম আলী শেখের ছেলে মোঃ রাশেদ শেখ লিটনের উপর হামলা করে। হামলায় আহত রাশেদ শেখ লিটনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় রুস্তম আলী শেখ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার প্রধান আসামী উজ্জ্বল হোসেনকে আটক করে জেলাহাজতে পাঠিয়েছে।
    এ সম্পর্কে রুস্তম আলী শেখ এ প্রতিনিধিকে বলেন, এলাকায় মামলাবাজ হিসেবে পরিচিত রুহুল আমিন গং বিভিন্ন জনকে দিয়ে আমাদের ভোগ দখলীয় সম্পত্তির উপর মিথ্যা মামলা দায়ের করিয়ে হয়রানি করে আসছে। ইতোমধ্যে তার দায়ের করা একাধিক মামলার রায় আমাদের পক্ষে এসেছে। এছাড়া বিভিন্ন সময় তারা আমাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে।   
    এ সর্ম্পকে রুহুল আমিনের বক্তব্য নেওয়ার জন্যে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

সর্বাধিক পঠিত