• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী এই তিনের সমন্বয়ে মানসম্মত শিক্ষার বিস্তার করা সম্ভব : রিয়ার এডমিরাল (অবঃ) আবু তাহের

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৮, ০৮:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান, দি কার্টার একাডেমীর গভর্নিং বডির সভাপতি ও সাবেক নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল (অবঃ) আবু তাহের বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করছে। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই বিগত সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার শিক্ষায় অনেক গুরুত্ব দিচ্ছে।
    গতকাল ১৭ অক্টোবর সকালে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদে দি কার্টার একাডেমীর সভাকক্ষে আয়োজিত অভিভাবক দিবস ২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে হলে  প্রথমেই শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। একমাত্র শিক্ষাই আমাদের সব কিছু দিতে পারে। শিক্ষা মানুষের জীবনকে ফুলের বাগানের মত সাজিয়ে দেয়। তাই শিক্ষা ছাড়া গতি নেই। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী এই তিনের সমন্বয়ে মানসম্মত শিক্ষার বিস্তার করা সম্ভব। তাহলে প্রতিষ্ঠান ও লেখাপড়া ভালভাবে চলবে। সে লক্ষ্যে সকল অভিভাবকদেরও সব সময় ছেলে মেয়েদের প্রতি খবর রাখতে হবে।
    একাডেমীর অধ্যক্ষ মোঃ তাইতুল ইসলামের সভাপতিত্বে ও দ্বাদশ শ্রেণীর ছাত্রী মিরা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম রাসেল, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল, ইসলামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান শাহ্ মোঃ আল-আমিন সরকার, হাজী মোঃ মফিজুল ইসলাম মিয়াজী, অভিভাবক মাখন চন্দ্র, হেলাল উদ্দিন কাজী, মোঃ ফারুক, শিক্ষার্থী সাদিয়া আক্তার, ইশরাত জাহান, ফেরদৌস হোসেন, মাইনুল ইসলাম, তাজিন দেওয়ান, নাইমুল ইসলাম প্রমুখ।
    দি কার্টার একাডেমীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে অধ্যক্ষ মোঃ তাইতুল ইসলাম তার বক্তব্যে উপস্থিত সকল সুধী সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় লোকজন ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অভিভাবক সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় একাডেমীর সকল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত