• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচরে পূজা মন্ডপ পরিদর্শনকালে ডাঃ দীপু মনি এমপি

এ সরকারের আমলে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারছে

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৮, ০০:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল মঙ্গলবার বিকেলে হাইমচরের বিভিন্ন পূজা ম-প পরিদর্শন ও বস্ত্র বিতরণ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। পরিদর্শনকালে তিনি বলেন, শেখ হাসিনার সরকারের আমলে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারছে। আমরা বিশ^াস করি, ধর্ম যার যার, উৎসব সবার। দুষ্টের দমন আর শিষ্টের লালনের জন্যে দুর্গাদেবী আবির্ভূত হয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে উন্নয়নবিরোধী অশুভ শক্তিকে বিতাড়িত করতে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অশুভচক্রটি সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীরা ২১ আগস্ট গ্রেনেড হামলার মতো নারকীয় তা-বলীলা চালিয়েছিল। তাদেরও বিচার করা হয়েছে। দীপু মনি হাইমচরবাসীর উদ্দেশ্যে বলেন, আগামীদিনেও দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে গতিশীল রাখতে আসন্ন নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
    ডাঃ দীপু মনির সাথে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি বসাক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মন্টু পাটওয়ারী, পুরাণবাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ রতন মজুমদার, হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম কবির, সেলিনা আক্তার সেফালী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন প্রধানীয়া, হুমায়ুন কবির পাটওয়ারী, এমএ বাশার, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী প্রমুখ।

সর্বাধিক পঠিত