মতলব দক্ষিণে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন
প্রতিটি পূজা মন্ডপেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে : উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম বলেছেন, প্রতিটি দুর্গা পূজা ম-পেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা করবেন আপনারা, নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের। ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। পূজা চলাকালে কোনো দুষ্টচক্র অপ্রীতিকর ঘটনা ঘটালে কেউ রক্ষা পাবে না। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা ম-পে কড়া নজরদারি রয়েছে। গত ১৫ অক্টোবর সন্ধ্যায় মহাবিল্য ষষ্ঠী পূজায় নারায়ণপুর জয়কালী বাড়ি দুর্গা পূজা ম-প ও নায়েরগাঁও দাস বাড়ি দুর্গা পূজা ম-প পরিদর্শনকালে তিনি এ কথাগুলো বলেন। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাউন্সিলর রোটাঃ কিশোর কুমার ঘোষ, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মোল্লা, রিপোটার্স ইউনিটির সভাপতি গোলাম হায়দার মোল্লা, ইউপি সদস্য বিনয় ভূষণ দাস, মোঃ উজ্জলসহ বিভিন্ন পূজা ম-প কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। পরে তিনি পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা ম-পের খোঁজখবর নেন।