হাইমচরে নারী উন্নয়ন ফোরাম সক্রিয়করণ কর্মশালা
দেশকে এগিয়ে নিতে নারী-পুরুষ সমানভাবে কাজ করতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান
হাইমচর উপজেলার নারী উন্নয়ন ফোরাম সক্রিয়করণ কর্মশালায় প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান বলেছেন, দেশকে এগিয়ে নেয়ার জন্যে নারী-পুরুষকে সমানভাবে কাজ করে যেতে হবে। নারীদের সুযোগ-সুবিধার জন্যে গঠিত হয়েছে নারী উন্নয়ন ফোরাম। আর এ ফোরামের মাধ্যমেই নারীদের স্বক্ষমতা অর্জন, নারী শিক্ষা এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতনসহ নানা সমস্যা দূর করা সম্ভব।
গত ১৫ অক্টোবর সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাকের সভাপ্রধানে ও স্থানীয় সরকার জেলা সমন্বয়কারী মঈনুদ্দিন মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন এলজিএসপি জেলা ফেসিলিটেটর এসএম শাহরিয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেফালী, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খুরশিদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আফরিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি বসাকের সভাপ্রধানে সচেতনতা ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার প্রকল্প ইউনিয়ন পর্যায়ে কর্মরত বিভাগসমূহের সাথে উপজেলা পর্যায়ের ষান্মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।