• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দুর্গাপূজা উৎসবের আনন্দ আমরা সকলেই ভাগাভাগি করে নিতে চাই : উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ মনজু

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৮, ০৮:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যে কারণে আজ দেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার আনন্দ উৎসব চলছে। দেশে প্রতিটি মানুষ যার যার ধর্ম পালনে সকলের সহযোগিতা পাচ্ছে।
    গতকাল মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতলব উত্তর উপজেলার পূজা ম-প পরিদর্শনকালে ছেংগারচর বাজার শ্রী শ্রী কালীমন্দির পূজা ম-প প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
    তিনি আরো বলেন, দুর্গাপূজার উৎসবের আনন্দ আমরা সকলেই ভাগাভাগি করে নিতে চাই।  সকল ধর্মের মানুষ মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করি বলেই এখানে ভেদাভেদ নেই। প্রত্যেকের একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।
    তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি মতলবে প্রতিটি মন্দিরের উন্নয়নের জন্যে বরাদ্দ দিয়েছেন। মন্দিরগুলোর একটি ভাল পরিবেশ সৃষ্টি হয়েছে। সামনে নির্বাচন। নির্বাচনে আমাদের এ উন্নয়নের প্রতিদান দিতে হবে। নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মায়া ভাইকে সংসদে পাঠিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে। তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং পূজা ম-পগুলোতে নিñিদ্র নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।
    উপস্থিত ছিলেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলু ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খোকন, সাংবাদিক কামাল হোসেন খান, আল-আমিন, জাকির হোসেন বাদশা, নাইম মিয়াজী, মন্দিরের সভাপতি শ্যামল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক বিমল দাস, সহ-সভাপতি তপনশীল ও দিলীপ শীল, নারায়ণ শীল, অরুণ শীল, মিলন শীল, সুধীর দেবনাথ, নগ্রেন্দ্র চক্রবর্তী, সাধন দাস, সুকুমল বাড়ৈ প্রমুখ।