• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মা ইলিশ রক্ষায় অভিযান : ১২ জেলে আটক ॥ বিভিন্ন মেয়াদে সাজা

প্রকাশ:  ১৬ অক্টোবর ২০১৮, ১৯:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তরে অভিযান চালিয়ে ১২ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১টি নৌকা, ৪৫ কেজি ইলিশ ও ২৪ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটককৃত জেলেদের মাঝে ৮ জনকে ১ বছর, ১ জনকে ১ মাস ও ৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। হাইমচর ইউএনও, মতলব উত্তর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব অভিযান পরিচালনা করেন।
    মেঘনা নদীর হাইমচর উপজেলা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাক চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেন। এরা হলো : বরিশাল জেলার হিজলা উপজেলার কুলারগাঁও গ্রামের মৃত আবদুল মজিদ মিয়ার ছেলে জুয়েল (৩৫), হাইমচর উপজেলার মালেরকান্দি গ্রামের মৃত ছোবহান নেপালের ছেলে মোঃ নাছির মিয়া (৩০) ও হাইমচর উপজেলার মিদ্দা কান্দি গ্রামের মৃত সামছুদ্দিন সরকারের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৮)। পরে উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি বসাক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত প্রত্যেককে ১ বছর করে কারাদ- প্রদান করেন।
    মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেন। এরা হলো : শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের আঃ রহমান মিজির ছেলে মোঃ হযরত আলী (৩৫), একই গ্রামের ইসহাক আলী মিজির ছেলে মোঃ হোসেন (২৬), বারেক মাঝির ছেলে ইউসুফ মাঝি (২৬), সদর উপজেলার লগ্নীমারা গ্রামের জামাল মাঝির ছেলে মোঃ কুদ্দুস (২৫) ও একই গ্রামের কালু কুরালীর ছেলে মোঃ সাইফুল (২৭)। আটককৃত আসামীদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১ বছরে কারাদ- প্রদান করা হয়।
    মেঘনা নদীর মতলব উত্তর উপজেলা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেন। এরা হলো : মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানি গ্রামের শহীদ উল্যাহ বকাউলের ছেলে মোঃ মনির হোসেন (৩০), একই উপজেলার বড় হদলিয়া গ্রামের আকতার হোসেনের ছেলে আল-আমিন (২৮), নেদামদী গ্রামের আলমগীর বেপারীর ছেলে মোঃ সোহেল রানা (২৭) ও সদর উপজেলার লক্ষ্মীচর গ্রামের সামছল মিজির ছেলে আবদুল কাদের (৪৫)। পরে আটককৃতদের মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আবদুল কাদেরকে ১ মাসের বিনাশ্রম কারাদ- ও বাকিদের ১৫ দিন করে সশ্রম কারাদ- প্রদান করা হয়।
    উপরোক্ত তথ্য ১৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনার তথ্য বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল বাকী।