• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জের ইউএনও এইচএম মাহফুজুর রহমানের বদলি

প্রকাশ:  ১৬ অক্টোবর ২০১৮, ১৮:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমানকে বদলির আদেশ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেরণ করা বদলির আদেশটি ফরিদগঞ্জে এসে পৌঁছেছে বলে নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৪ অক্টোবর রোববার বদলির আদেশটি ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে পৌঁছেছে। এএইচএম মাহফুজুর রহমানকে কক্সবাজার সদর উপজেলার ইউএনও হিসেবে যোগদানের আদেশ দেয়া হয়েছে। অপরদিকে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজকে ফরিদগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
    বদলির আদেশপত্র প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জের বর্তমান ইউএনও এএইচএম মাহফুজুর রহমান এ প্রতিনিধিকে বলেন, রোববার বিকেলে বদলির আদেশটি পেয়ে কক্সবাজার সদর ইউএনও হিসেবে যোগদানের প্রস্তুতি নিচ্ছি। এদিকে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ ফরিদগঞ্জে যোগদানের জন্যে দাপ্তরিক প্রস্তুতি নিচ্ছেন বলে মুঠোফোনে এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।
    উল্লেখ্য, গত ৫ নভেম্বর ২০১৭ খ্রিঃ এএইচএম মাহফুজুর রহমান ফরিদগঞ্জে যোগদান করেন। অত্র উপজেলায় তিনি প্রায় এক বছর দায়িত্ব পালন করেছেন।
   

সর্বাধিক পঠিত