• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পৌর ৫নং ওয়ার্ড যুবলীগের কর্মী সভায় মোহাম্মদ আলী মাঝি

আগামী নির্বাচনে দীপু আপাকে পুনরায় বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৮, ১৯:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

১৫ অক্টোবর সোমবার বিকেলে পুরাণবাজার রঘুনাথপুর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ৫নং ওয়ার্ড যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক আজাদ মজুমদারের  সভাপ্রধানে ও যুগ্ম আহ্বায়ক মো মোস্তফা বেপারীর পরিচালনায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটওয়ারী। শুভেচছা বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী, পৌর যুবলীগের সদস্য কামরুল হাসান টিটু, কালা বেপারী। এছাড়া বক্তব্য রাখেন ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় শহর ও ওয়ার্ড যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মীসভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হলে জনগণের কাছে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকা-গুলো সঠিকভাবে তুলে ধরতে হবে। জনগণ অবশ্যই উন্নয়নের পক্ষে রায় দিবেন। দেশের মানূষ নাশকতার পক্ষের শক্তিকে প্রত্যাখ্যান করেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ এখন অনেক সূখে শান্তিতে বসবাস করছে। তিনি আরো বলেন, সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্বঃ ডাঃ দীপু মনি এমপির সফল নেতৃত্ব এবং দূরদর্শী দিক নির্দেশনায় চাঁদপুর সদর ও হাইমচর এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে মেডিকেল কলেজ, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, নদী ভাঙনরোধে স্থায়ী বাধ নির্মাণ, মেরিন একাডেমিসহ সকল ক্ষেত্রে উন্নয়নের নজির সৃষ্টি করেছেন। আগামী নির্বাচনে পুনরায় দীপু আপাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। নিজেদের মধ্যে সকল মতভেদ ভুলে নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সর্বাধিক পঠিত