• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৮, ১৯:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর সদর উপজেলাধীন ১৩নং হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

গতকাল ১৪ অক্টোবর রোরবার বিকেল ৪টায় হানারচর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের পাশে নতুন কার্যালয় উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখে, সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিজি।

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও হানারচর ইউপি চেয়ারম্যান হাজ্বী আঃ সাত্তার ঢ়াড়ীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক তপন চন্দ্র দের পরিচালনায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৯নং বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল লিটন, হানারচর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওয়ালী উল্যা মাস্তান, গিয়াস উদ্দিন চৌকিদার, রুহুল আমীন শেখ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহাদাৎ হাওলাদার, যুগ্ম আহবায়ক আজাদ মোল্লা,ওয়ার্ড যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মহসিন গাজী, ফয়জুল্লাহ বেপারী প্রমূখ।

আলোচনা সভার পূর্বে ফিতাকেটে নতুন অষ্হায়ী কার্যালয় উদ্ধোধন করেন অতিথিবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হরিণা চালিতাতলী উবি জামে মসজিদের খতিব মাওলানা ফয়েজ আহম্মেদ। 

সর্বাধিক পঠিত