• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কচুয়াকে দেশের শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করতে কাজ করে যাচ্ছি : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৮, ১০:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় কয়েক কোটি টাকা ব্যয়ে ‘বন্যা আশ্রয়কেন্দ্র’ নির্মাণ ও ৪র্থ তলাবিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা বিশাল জনসভায় রূপ নেয়।
    গত শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আইয়ুব আলী পাটওয়ারীর সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। দেশের এ উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে শেখ হাসিনার সততাকে সমর্থন করুন। উন্নয়ন ও কল্যাণের পথে এগিয়ে যেতে আবারো নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আমি বিগত দিনে জনপ্রতিনিধি হয়ে সর্বাত্মক চেষ্টা করেছি অবহেলিত এই উপজেলাকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিতে। বিশেষ করে এ উপজেলাকে দেশের মধ্যে ১ম উপজেলায় রূপান্তরের জন্যে চেষ্টা করে যাচ্ছি। আগামী ২৭ কিংবা ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে উন্নয়নের সরকার, স্বাধীনতার স্বপক্ষের সরকারকে আবারো নির্বাচিত করতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। সামনে এ সরকার ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন থেমে যাবে।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন ও জেলা পরিষদের সদস্য রওনক আরা রতœা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবাস চন্দ্র গোপ। উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ প্রমুখ। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার হাজারো লোকজন উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত