• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাসান আলী হাইস্কুল মাঠে ফুরফুরা শরীফের মাহফিল

জিকিরে ক্বলব সাফ হয় এবং আল্লাহর প্রিয় হওয়া যায় : ফুরফুরার পীর সাহেব

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৮, ১০:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফুরফুরা শরীফের হযরত পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বাদ আছর চাঁদপুর হাসান আলী সরকারি হাইস্কুল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
    মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুরফুরা শরীফের গদ্দিনশীন পীর আল্লামা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কোরাইশী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ফুরফুরা দরবার শরীফ শত শত দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, খানকা জনকল্যাণকর সংস্থা গড়েছে। ফলে সমাজ জীবনে নবজাগরণের আলোড়ন বয়ে গেছে। রাজনীতির ময়দানে অনাচার, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এ থেকে রেহাই পেতে আল্লাহ পথে থাকুন। সকাল-সন্ধ্যায় আল্লাহর জিকির করুন। জিকিরে ক্বলব সাফ হয় এবং আল্লাহর প্রিয় হওয়া যায়। মানুষ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন ওই বান্দার হয়ে যান।  তিনি আরো বলেন, দ্বীন ও মিল্লাতের খেদমতে অধিকতর কল্যাণ কামনায় তিনি আঞ্জুমানে ওয়ায়েজীন নামে একটি সংস্থা গঠন করে তাকরিরী ও তাহরিরী খেদমত করছে। বায়তুল মাল ফান্ড কায়েম করে গরিব-ইয়াতীমদের প্রতি সহানুভূতি, যুবকদের সংগঠিত করে যুব সমিতি গঠন প্রভৃতি অসংখ্য জনহিতকর কর্মসূচি বাস্তবায়ন করছে ফুরফুরা। দ্বীন ও সমাজের বৃহত্তর স্বার্থে তিনি জমিয়তে ওলামা বাংলা আসাম গঠন করেন। মানুষকে আল্লাহ্মুখী করতে এ সংগঠন করেছেন।
    চাঁদপুর ওসমানিয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ বিএম মোস্তফা কামালের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন ফুরফুরা দরবারের প্রধান ফকীহ্ মুফতি আবু সাঈদ, সাদরা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু বকর সিদ্দিক, আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক এবি এম মফিজুল ইসলাম, মরিয়ম মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি আবু নোমান প্রমুখ। মাহফিলে আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত ও হামদ-নাতে রাসুল (সাঃ) পরিবেশন করে।
    মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদের খতিব হাফেজ মাওঃ নিজামুল হক, চান্দ্রাবাজার নূরিয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মাহমুদুল হাসান, চাঁদপুর বিদ্যুৎ অফিস জামে মসজিদের খতিব মাওঃ শহীদ উল্লাহ, মুন্সী বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট চিকিসৎক ডাঃ মিজানুর রহমান খান, কিতাব উদ্দিন জামে মসজিদের খতিব মাওঃ মোঃ তাজুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমামগণ।

 

সর্বাধিক পঠিত