লায়ন্স ক্লাব কর্তৃক জীবন দীপের প্রতিষ্ঠাতা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার সংবর্ধিত
চাঁদপুরের বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও রাজনীতিবিদ অনলাইন রক্তাদাতা জীবন দীপের প্রতিষ্ঠাতা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারকে সংবর্ধনা দিয়েছে লায়ন্স ক্লাব। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-৩১৫ এ১ গত শুক্রবার তাঁকে এ সংবর্ধনা দেয়।
১৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ আগারগাঁও এলজিইডি ভবনের অডিটোরিয়ামে ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস ডে- ২০১৮ উপলক্ষে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশানাল ডিস্ট্রিক্ট-৩১৫ এ১ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ৩১৫ এর কাউন্সিলর, চেয়ারপার্সন, এমডি মোঃ আমিনুল ইসলাম অ্যাডঃ বিনয় ভূষণকে সংবর্ধনা প্রদান পূর্বক জীবনদীপের কার্যক্রম পরিচালনায় কম্পিউটার ও ল্যাপটপ প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএম রেজাউল হক। এ্যাম্বাসেডর গুড উইল এলসি ১, বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদা ডিস্ট্রিক্ট গভর্নর, মোঃ ওয়াহিদুল হাসান পিন্টু, গ্লোবাল সার্ভিস-৩, জিএসটি ডিস্ট্রিক্ট (কো-অর্ডিনেটর), জীবনদীপের পরিচালক বৈভব মজুমদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা ক্রেস্ট গ্রহণকালে উপস্থিত অতিথিবৃন্দ করতালি দিয়ে বিনয় ভূষণ মজুমদারকে উৎসাহ প্রদান পূর্বক তার সামাজিক সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার জীবনদীপ প্রতিষ্ঠাসহ নানা সামাজিক সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত থেকে মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ মেয়ে ও ১ ছেলের জনক। তাঁর স্ত্রী অ্যাডঃ লক্ষ্মী রাণী রায় চাঁদপুর বারের বিশিষ্ট আইনজীবী। তিনিও সামাজিক সেবামূলক কাজে সম্পৃক্ত রয়েছেন।