ফরাজীকান্দিতে জেলেদের মাঝে চাল বিতরণ
॥ মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গত শনিবার প্রধান অতিথি হিসেবে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাখাওয়াত হোসেন, ফরাজীকান্দি ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ প্রমুখ। জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ও চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রমিজ উদ্দিন শিশির, মানছুর আহমদ, বশির আল হেলাল শাওন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ হোসেন জনি, ফরাজীকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ফরাজীকান্দি ইউপির সদস্য যথাক্রমে আব্দুল হালিম সরকার, শফিক পাটোয়ারী, নাসির উদ্দিন মুন্সি, মাহবুব আলম মিস্টার, সালাউদ্দিন, ইসমাইল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মা ইলিশ দেশের সম্পদ, এই সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সকলের। নদীতে যাতে কেউ মাছ না ধরে সেজন্যে উপস্থিত জেলেদের অনুরোধ জানিয়ে বলেন, অন্য এলাকা থেকে যেনো কেউ এই নদীতে মাছ না ধরে এবং এ মাছ পরিবহন, বিক্রির বিষয়টিও যেনো তারা নজরে রাখেন।