• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর থেকে অপহৃত কিশোরকে ৭ দিন পর ঢাকায় উদ্ধার

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৮, ২৩:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র মোহাম্মদ সোয়েব হোছাইন (১৫)কে এক সপ্তাহ পর ঢাকা উত্তরা মাজার এলাকা থেকে উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ১৪ অক্টোবর রোববার রাত ৯টায় অপহৃত কিশোরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তীর সাথে অপহরণের বিষয়ে কথা হলে তিনি এসব তথ্য জানান। পুলিশ জানায়, ফরিদগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের পাটওয়ারী বাড়ির শহীদুল্লাহ পাটওয়ারীর ছেলে মোহাম্মদ সোয়েব হোছাইন। সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে মহামায়া কওমী মাদ্রাসায় আবাসিকে থেকে পড়ালেখা করে আসছে। গত ৮ অক্টোবর সকাল ১০টার পর থেকে সে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়।
নিখোঁজের তিনদিন পর অপহরণকারীরা তার বাবার মুঠোফোনে একাধিকবার ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে সোয়েবের বাবা অপহরণকারীদের মোবাইল নম্বর দিয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়টি মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ ইব্রাহীম খলিল পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএমকে অবহিত করেন এবং তাঁর দিকনির্দেশনা অনুযায়ী অফিসার ইনর্চাজ মামলাটি তদন্তের জন্য উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তীকে নির্দেশ দেন।
অনুপ চক্রবর্তী জানান, অফিসার ইনচার্জের সহযোগিতায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহৃত ছেলেটির সঠিক স্থান নির্ণয় করা হয়। রোববার দুপুরে ঢাকা উত্তরা মাজার এলাকা থেকে ছেলেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। এ সময় অপহরণকারীরা আমাদের উপস্থিতির টের পেয়ে পালিয়ে যায়। এদিন ঢাকা থেকে ছেলেটিকে চাঁদপুরে এনে  তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত