চাঁদপুর জেলা তাঁতী লীগের আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত
বাংলাদেশ তাঁতী লীগ কর্তৃক ঘোষিত চাঁদপুর জেলা তাঁতী লীগের আহ্বাক কমিটি অনিবার্য কারণ বশত স্থগিত করা হয়েছে। সে সাথে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চাঁদপুর জেলা তাঁতী লীগের ০৫/১০/২০১৮ খ্রিঃ তারিখের ঘোষিত আহ্বায়ক কমিটির সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। কেন্দ্রীয় তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়। কেন্দ্র থেকে স্বাক্ষরিত ওই পত্রে আরও জানানো হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যারা চাঁদপুর জেলা তাঁতী লীগের সকল কার্যক্রম সচল রেখে সংগঠনকে এগিয়ে নিয়েছে তাদেরকে বঞ্চিত করার কারণে ০৫/১০/২০১৮ খ্রিঃ ঘোষিত কমিটির এ কার্যক্রম স্থগিত করা হলো।