• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভা

সাইক্লোন ও ঝড়ে মানুষ যাতে আশ্রয় নিতে পারে সেজন্যে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্বিতল ভবন করা হচ্ছে : অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জামাল হোসেন

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৮, ০৮:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘কমাতে হলে সম্পদের ক্ষতি বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৮উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে একটি র‌্যালি বের করে, যেটি শহর প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। র‌্যালি শেষে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবিএম জাকির হোসেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জামাল হোসেন। তিনি বলেন, সাইক্লোন ও ঝড়ে মানুষ যাতে আশ্রয় নিতে পারে সে জন্যে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্বিতল ভবন করা হচ্ছে। যে কোনো দুর্যোগ প্রস্তুতি নিতে সারাদেশে স্টেন্ডিং আদেশ রয়েছে। এজন্যে বাংলাদেশে দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হয়ে থাকে। আর সে কারণে বিভিন্ন দেশ বাংলাদেশকে রোল মডেল হিসেবে মনে করছে। সারাদেশে নদী ভাঙ্গন থেকে রক্ষায় নদী শাসন করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ১০০ বছরের একটি পরিকল্পনা নিয়েছেন। নদী ভাঙ্গন এলাকা চাঁদপুর এর সুফল পাবে।
    সভায় বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং ইন্সপেক্টর হারুনুর রশিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউসার আহমেদ, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফি বন্যা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক রতন কুমার নাথ। কোরআন তেলোয়াত করেন নূর ইসলাম ফারুকী, গীতা পাঠ করেন সুখরঞ্জন ব্রহ্মচারী। আলোচনা শেষে বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুর্যোগ প্রশমনে একটি মহড়া অনুষ্ঠিত হয়।

 

সর্বাধিক পঠিত