• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর কোর্ট স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বরফ জব্দ ॥ দোকান সিলগালা

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৮, ০৮:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের কোর্ট স্টেশন এলাকায় জেলা প্রশাসন অভিযান চালিয়ে প্রতিটি এক মণ ওজনের ১৮ পিচ বরফ জব্দ করেছে। পরে আটককৃত বরফ ভেঙ্গে ধ্বংস করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লা আল-মাহমুদ জামান। এ সময় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক কমল চন্দ্রসহ নৌ পুলিশ সদস্যরা  উপস্থিত ছিলেন।
    জানা যায়, অবৈধভাবে বরফ মজুদ করে রাখা দোকানের মালিক হচ্ছেন শহরের উত্তর শ্রীরামদী জামতলা এলাকার মোহাম্মদ আলী বেপারী। চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল ১৩ অক্টোবর শনিবার রাত ৯টায় এ অভিযান পরিচালনা করা হয়। বরফ জব্দ করার সময় দোকান মালিককে না পেয়ে তার দোকান সিগগালা করা হয়। তবে এমন অভিযান অব্যাহত থাকবে বলে ম্যাজিস্ট্রেট জানান।
    শহরের বড় স্টেশন, কোর্ট স্টেশন, যমুনা রোড, টিলা বাড়ি, মাদ্রাসা রোডসহ বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে বিভিন্ন স্থান থেকে বরফ এনে মজুদ করে রাখা হয়। সে বরফ দ্বারা পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ধৃত মা ইলিশ অবৈধ ব্যবসায়ীরা বরফজাত করে জেলার বিভিন্ন স্থানে ও চাঁদপুরের বাইরে পাচার করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব মা ইলিশ নিধন করার পর বরফজাত করার জন্যে সেসব বরফ সরবরাহ করা হয়। আর এ কাজে রয়েছেন মোহাম্মদ আলী বেপারী।
    উল্লেখ্য, নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা জানান, শনিবার বিকেলে বস্তা প্যাঁচিয়ে মোহাম্মদ আলী ছোট ছোট পিকআপে করে ৫০ পিচ বরফ আমদানি করেন। তারপর সন্ধ্যায় বস্তা প্যাঁচিয়ে ২টি করে বরফ ক্যান বিভিন্ন লোকের কাছে বিক্রি করেছেন।

সর্বাধিক পঠিত