পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের কর্মীসভায় নেতৃবৃন্দ
ডাঃ দীপু মনিকে তৃতীয় মেয়াদে এমপি নির্বাচিত করতে পৌর যুবলীগ ঐক্যবদ্ধ
গতকাল ১৩ অক্টোবর শনিবার বিকেলে পুরাণবাজার জাফরাবাদ বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ রাজু আখন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান টিপুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ হাসান। এছাড়া আরো বক্তব্য রাখেন পৌর যুবলীগের সদস্য কামরুল হাসান টিটু ও কালাসহ ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় ওয়ার্ড যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপিকে পুনরায় তৃতীয় মেয়াদে এমপি নির্বাচিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যই আমাদের বিজয় নিশ্চিত করবে। বিশেষ করে যুবলীগের প্রত্যেক নেতা-কর্মীকে ভোটের মাঠে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তারা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের গত সাড়ে নয় বছরের উন্নয়ন কর্মকা- জনগণের সামনে তুলে ধরতে হবে। বিশেষ করে ডাঃ দীপু মনি এমপির নেতৃত্বে চাঁদপুরে যেসব উন্নয়ন হয়েছে, তা নিঃসন্দেহে নজির বিহীন। তিনি চাঁদপুরবাসীর সকল চাওয়া পাওয়া পূরণ করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সদর-হাইমচর আসনে ডাঃ দীপু মনির বিকল্প নেই।